সীতাকুণ্ডে বিস্ফোরণ-জাতীয় সাংবাদিক সংস্থা’র শোক প্রকাশসংবাদ বিজ্ঞপ্তি : চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ’র নেতৃবৃন্দরা। গতকাল রোববার রাত্রি ১০টার সময় গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গণ মাধ্যমে শোকবাণী দিয়েছন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন,সহ-সভাপতিমাসুদ রানা,সাধারণ সম্পাদক এম.এ আরিফ,যুগ্ম-সম্পাদক রকিবহাসান সকাল,সহ-সাধারণ সম্পাদক ফাইসাল আজম অপু,সহ-সাধারণ সম্পাদক পায়েল হোসেন রিন্টু,সাংগঠনিক সম্পাদক আমিরুল হোসেন সান্ত, অর্থ সম্পাদক রোহানুজ্জামান রঙ্গন,প্রচার সম্পাদক আসগর আলী সাগর,আইন বিষয়ক সম্পাদক এ্যাড.শাহজামাল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,দপ্তর সম্পাদক এহেসান হাবীব তারা,নির্বাহী সদস্য, মারুফ আহমেদ, সোহেল,বাবু,নাঈমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।
উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি একটি কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। দগ্ধ ও আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া।