সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার আমবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ সহ
দুইজন কে আটক করেছে র্যাব -৯।
শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মদের চালান সহ দুইজন কে আটক করা হয়। আটককৃতরা সদর থানার শাহপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে নুরুল মিয়া(৪০) দোয়ারা উপজেলার আমবাড়ি জুগিরগাঁও গ্রামের মৃত নবাই মিয়ার ছেলে দুলাল মিয়া।
র্যাব -৯ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে আমবাড়ি বাজারের সুরমা নদীরপাড়ে ফাঁকা জায়গা হতে ৪০২বোতল বিদেশী মদ সহ দুইজন কে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব -৯ সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার সিপিসি ৩ মোঃইকরামুল আহাদ জানান আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।