তামিম হাসান- স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগার -এর উদ্যোগে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার জেলা শহরের পুরাতন বাস স্টেশন সংলগ্ন পানসি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনা করে উক্ত অনুষ্ঠানে মোনাজাত করা হয়।
সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগার -এর সভাপতি কবি শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ওবায়দুল হক মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ইকবাল কাগজী, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, বাংলাদেশ টেলিভিশনের কবি, গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ এমএ ওয়ারিশ, অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন,
কবি ইয়াকুব বখ্ত বাহলুল, সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান আনিছুর রহমান, কবি মাসুদ আহমদ, কবি শেখ সুজাদুল হক, সুনামগঞ্জ ডটকম এর উপদেষ্টা মোহাম্মদ আশরাফ হোসেন লিটন, প্রভাষক বাহাউদ্দীন, কবি ইমদাদ হোসেন, সংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মিলন, অর্থ সম্পাদক রাহমান তৈয়ব, তথ্য ও গবেষণা সম্পাদক কবি তাওসীফ সারওয়ার, ধর্মবিষয়ক সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, আন্তর্জাতিক সম্পাদক গীতিকার শামরান আহমদ মিলন, নির্বাহী সদস্য সাইফুর রহমান, সৈয়দ আহমদ শাহলান, বাবুল কাজী, মুহাম্মদ হারুন, মুহাম্মদ মনসুর আলম, মুহাম্মদ আব্দুল বারেক, নীতিশ চন্দ্র বর্মন প্রমুখ।