রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
ঘোষনা
শিরিন শিলার জিডি, মামলার হুঁশিয়ারি চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা কার্যক্রম বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান ফ্লাই দুবাই জেলা যুবদলের সভাপতি জাকিরের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে সীতাকুণ্ড প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কাশিয়ানীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক চতলা কেন্দ্রীয় জামে মসজিদে চারটি উন্নত মানের সিলিঙ ফ্যান প্রদান করেছে শান ফাউন্ডেশন  বৈষম্যহীন আইডিইবি-২০২৪ এর মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন  *৩ নং সুবিদপুর (পূর্ব) ইউপি চেয়ারম্যান কে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ* বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের  নেত্রকোনার বারহাট্টায় মন্দিরের মূর্তি ভাঙচুরের অভিযোগ

সুনির্মল সেন সভাপতি ও তুষার চৌধুরীকে সাঃ সম্পাদক করে বিএমএসএস এর সিলেট বিভাগীয় কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৬ বার পঠিত

 

ফয়ছল কাদির  সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :: দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেনকে সভাপতি ও দৈনিক ভাটি বাংলা পত্রিকার সম্পাদক তুষার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)” এর ৪৪ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি—২০২৪—২০২৫ অনুমোদন প্রদান করা হয়েছে।
এদিকে, “বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)” এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মোঃ ছগীর আহমেদ স্বাক্ষরিত এক পত্রে সোমবার (১২ আগস্ট) সাংবাদিকদের স¦ার্থরক্ষাকারি এই প্রতিষ্ঠানের সিলেট বিভাগীয় কমিটির অনুমোদন প্রদান করেন।
“বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)” এর সিলেট বিভাগীয় কমিটির
পদবীধারি অনান্যরা হলেন—সিনিয়র সহ—সভাপতি : আইয়ুব আলী (ডেইলি পিপলস্ লাইফ), সহ—সভাপতি : চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গনমুক্তি), সহ—সভাপতি : এম.এ ওয়াহিদুল ইসলাম (দৈনিক জৈন্তাবাতার্), সহ—সভাপতি: মোঃ জয়নাল আবেদীন (দৈনিক ভোরের পাতা), সিনিঃ যুগ্ম—সাধারণ সম্পাদক: আজিজুর রহমান (দৈনিক একুশে সংবাদ),
যুগ্ম—সাধারণ সম্পাদক: দুলাল মিয়া (এশিয়ান টেলিভিশন), যুগ্ম—সাধারণ সম্পাদক: এম মখলিছ খান (সাপ্তাহিক সিলেটের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক: সৈয়দ সাইফুল ইসলাম —নাহেদ (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সিনিঃ সহ—সাংগঠনিক সম্পাদক: ফয়ছল কাদির (জাতীয় দৈনিক মাতৃজগত), সহ—সাংগঠনিক সম্পাদক: বাবুল খান মুন্না (দৈনিক অগ্নিশিখা), সহ—সাংগঠনিক সম্পাদক: শহিদ আহমদ খান (দৈনিক সবুজ নিশান), দপ্তর সম্পাদক: মোশারফ হোসেন খান (দৈনিক বাংলাদেশ সমাচার), সহ—দপ্তর সম্পাদক: ফয়সল আহমদ (দৈনিক সুরমা মেইল), প্রচার সম্পাদক: রাজন আহমদ আরিয়ান (দৈনিক সিলেট সমাচার), উপ—প্রচার সম্পাদক: জাহেদ আহমেদ (সবুজ প্রতিদিন), সহ—প্রচার সম্পাদক: মোঃ সোহরাব হোসেন (দৈনিক অপরাধ দমন), ধর্ম বিষয়ক সম্পাদক: তুহিনুর রহমান শাহজাহান (দৈনিক ভাঁটিবাংলা), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্পাদক: শাহিন আলম (চ্যানেল এস), ক্রীড়া সম্পাদক: মুছা মিয়া (দর্পণ টিভি), মহিলা বিষয়ক সম্পাদক: ফারজানা আক্তার (দৈনিক সংগ্রাম প্রতিদিন), নির্বাহী সদস্য: ফয়ছল মাহবুব (দৈনিক প্রাইভেট ডিটেকটিভ), নির্বাহী সদস্য: ফুজায়েল আহমদ (দৈনিক জাগ্রত কন্ঠ), নির্বাহী সদস্য: এনাম উদ্দিন সামি (দৈনিক জাগ্রতকন্ঠ), নির্বাহী সদস্য: নজরুল ইসলাম সজিব (দৈনিক অপরাধ দমন), নির্বাহী সদস্য: মোঃ রোহেল উদ্দিন (প্রেস.নেট), নির্বাহী সদস্য: মোঃ নাজমুল চৌধুরী (নিউজ এ ২৪ ডটকম), নির্বাহী সদস্য: ফারুক মিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার), নির্বাহী সদস্য: ইশতিয়াক আহমদ লিমন (দৈনিক জাগ্রতকণ্ঠ), সদস্য: মোহাম্মদ হানিফ (দৈনিক গণমুক্তি), সদস্য: মোঃ কামরুল হাসান (দৈনিক নববাণী), সদস্য: মোঃ সবুজ মিয়া (দৈনিক আমার বার্তা), মোহন আহমদ (দৈনিক আশ্রয় প্রতিদিন), সদস্য: শামসীর হারুনুর রশীদ (মাসিক বাংলা নিউজ), সদস্য: রায়হান আহমদ (দৈনিক জকিগঞ্জের ডাক, সদস্য: ফয়জুল আলী শাহ (দৈনিক আশ্রয় প্রতিদিন, সদস্য: বিজয় শাহা (দৈনিক অপরাধ দমন), সদস্য: ফারুক আহমদ চৌধুরী (সাপ্তাহিক বাংলার মাটি, সদস্য: ফখরল ইসলাম (দৈনিক ঢাকা টাইমস্), সদস্য: হাফিজুল ইসলাম (দৈনিক বিকাল বার্তা), সদস্য: মোঃ নিজাম উদ্দিন (দর্পন টিভি), সদস্য: মোঃ রনি মিয়া (চ্যানেল ২৪), সদস্য: জোসেফ আলী (দৈনিক নয়া বঙ্গবাজার) ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991