মো: দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫-০৭-২০২৩ ইং তারিখ রোজ শনিবার উপজেলার মহিলা ডিগ্রী কলেজর হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর এ-আলম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম আজমিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী প্রমূখ।
আগামী ১৭ জুলাই চন্ডিপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন ।
উপজেলা নির্বাচন অফিসার ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার সেকেন্দার আলী জানান, চন্ডিপুর ইউনিয়নে মোট ভোট সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৭৬ জন এবং নারী ভোটার ১২ হাজার ৮৮৮জন। ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন হতে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।