রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রিজের দক্ষিণ পার্শ্বে বেকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তা সংলগ্ন ধান ক্ষেত থেকে বৃহস্পতিবার খলিলুর রহমান (৪৫) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খলিলুর রহমান শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত এনায়েত উল্যার ছেলে।
স্থানীয়রা জানায়, খলিলুর রহমান প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় ব্যাটারি চালিত অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়িতে ফিরে আসেননি। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রিজের দক্ষিণ পার্শ্বে বেকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্ত সংলগ্ন ধান ক্ষেতে খলিলুর রহমানকে পরে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
এব্যাপারে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অটোবাইকটি পাওয়া যায়নি।