নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট, যার নাম ধামইরহাট বলেই পরিচিত। এই হাটে নওগাঁ জেলার বরন্দ এলাকার একটি বিখ্যাত হাট। এই হাটে গরু, ছাগল, ভেড়া, মহিষ,হাঁস, মুরগি, সহ বিভিন্ন নিত্যপূর্ণ বাজার পাওয়া যায় ।এই হাটে নাই কোন দালালদের চক্রান্ত নাই কোন ছিনতাইকারীদের চক্রান্ত সুন্দর ভাবে প্রতি সপ্তাহে রবিবার করে হাটটি বসেন ধামইরহাটে এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের একটি গরুর ব্যাপারীর সঙ্গে কথা হলে তিনি জানান আমি অন্তত আরো ১০ বছর ধরে এই হাটে ব্যবসা করে আসতেছি ও প্রতি রবিবারে আমি হাটে আসি কোন রকমের কোন সমস্যা এ যাবত আমার হয় নাই বা এই হাটে আমার জানামতে কোন দালাল চক্র নাই আরো কয়েকজন ব্যবসায়িদের সঙ্গে কথা হলে তারা বলেন বিভিন্ন হাটে বিভিন্ন চক্রান্ত আছে কিন্তু এই ধামইরহাটে আমি বেশ
কয়েক বছর যাবত ব্যবসা করে আসতেছি কোনদিন আমার কোন সমস্যা হয় নাই প্রতি রবিবারে এই হাটে ব্যবসা করি আমি আশা করি হাট কর্তৃপক্ষ বিষয়গুলো সুন্দরভাবে পরিচালনা করেন এবং তাদের হাতে হার্ট যতদিন আছে সুন্দর ভাবে পরিচালনা করবেন এই আশা আমাদের ব্যবসায়িকদের।