মুহাম্মদ আজিজুর রহমান খান,নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধি:
১০ অক্টোবর সোমবার দুপুরে খুলনার বাগেরহাটের মোংলা পৌর শহরের মনপুরা ব্রীজ সংলগ্ন তোতা মিয়ার বাড়ি থেকে আউয়াল কে আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, নেত্রকোনার দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার চাঞ্চল্যকর হত্যার মামলার অন্যতম প্রধান আসামি আবদুল আউয়ালকে সোমবার দুপুরে গ্রেফতার করে নিয়ে গেছে দুর্গাপুর থানা পুলিশ।
বিভিন্ন সূত্রে জানা গেছে,তোতা মিয়ার জামাই রুবেলের সঙ্গে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওই বাড়িতে আসেন এবং আত্নগোপন করে থাকে আবদুল আউয়াল।তোতা মিয়ার জামাই রুবেল আউয়ালের একান্ত সহযোগী।