মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ অফিস: সেবাই পুলিশের ধর্ম ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ সর্বদা নিজেকে জনগণের সুরক্ষার জন্য নিজেদের নিয়োজিত করছেন । দেশ ও জাতির কল্যাণে সর্ব উওম ভূমিকা পালন করছেন বাংলাদেশ পুলিশ। এছাড়াও দিন-রাত কঠোর পরিশ্রম করে সেবা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে। এমন একজন পুলিশ সদস্যের কথা অতুলনীয় , নওগাঁ জেলার ধামইরহাট থানায় কর্মরত অদম্য সাহসী,সৎ,চৌকস ও সংগ্রামী পুলিশ সদস্য এসআই মাসুদ রানা। তিনি,ব্যক্তি জীবনে সৎ পরিশ্রমী ও বাংলাদেশ পুলিশের এক জন গর্বিত পুলিশ সদস্য ।
তিনি পুলিশে যোগ দানের পর থেকেই নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত করে,অন্যের সুখে-দুঃখে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি এসআই মাসুদ রানা বলেন, আমি বাংলাদেশ পুলিশে যেদিন থেকে আমি যোগদান করেছি সেদিন থেকেই জনগণের সেবায় নিয়োজিত এবং আমার ঊর্ধ্বতম কর্মকর্তাদের নির্দেশ,মোতাবেক আমার কর্তব্য সৎ ভাবে পালন করে এসেছি এবং আজ ও আসছি। আমি নিজেকে গর্বিত মনে করি কারণ আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত পুলিশ সদস্য। বর্তমান পুলিশ,আইনি সেবার পাশাপাশি সামাজিক উন্নয়নে নিজেদের ভূমিকা অতুলনীয় । আমি নিজেও আমার ব্যক্তিগত অর্থ দিয়ে মানুষকে সহয়তা করি। সাধারন জনগনের মাঝে আমার যতটুকু আছে ততোটুকুই দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ পুলিশ প্রত্যেকটি থানায় প্রত্যেক মাসে একটি সুন্দর পরিবেশে সমাবেশ বা আলোচনা সভার আয়োজন করেন। সভায় বাংলাদেশ পুলিশের উধ্বতম কর্মকর্তারাও উপস্থিত থাকেন।এবং প্রত্যেক মাসে এলাকায় মাদক, সস্ত্রাস, বাল্যবিবাহ, জুয়ার আসর ওঅনৈতিক কার্জক্রম যাহা বেআইনি কর্ম নির্মূল করার লক্ষে এই সমাবেশ বা আলোচনা সভার আয়োজন করা হয় । এতে এলাকায় শান্তি প্রিয় ভাবে মানুষ বসবাস করতে পারে।