সেবামূলক সংগঠন চা শ্রমিক কল্যান পরিষদের বস্ত্র বিতরণ
মোঃ রুবেল স্টাফ রিপোর্টার
চা শ্রমিকের কল্যাণে, যোগদিন সংগঠনে।
চট্টগ্রাম ফটিকছড়ি সকল চা শ্রমিকদের সেবা করার লক্ষ্যে চা শ্রমিকের যুব সন্তানদের নিয়ে গঠিত সংগঠন- চা শ্রমিক কল্যাণ পরিষদ,২০২৩ইং সালে গঠিত এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নিপীড়িত,চা শ্রমিকদের সেবা করা,খুবই স্বল্প সময়ে গঠন হওয়া এই সংগঠনটি ইতিমধ্যে সেবা মুলক বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।চা শ্রমিক কল্যান পরিষদের উদ্যোগে ২০ শে অক্টোবর, রোজ শুক্রবার,চট্টগ্রামের নেপচুন চা বাগান এবং কৈয়াছড়া ডলু চা বাগান, অসহায় গরীব দুঃখী চা শ্রমিকের মাঝে শারদ উপহার তুলে দেন এতে উপস্থিত ছিলেন নেপচুন চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু মিদুল কর্মকার ,সাধারন সম্পাদক স্বপন দাশ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিদুল মৃধা সেতু ।কৈয়াছড়া ডলু চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু মিনু পানতাতী ,সাধারণ সম্পাদক মোঃ ফারুক, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কবি পানতাতী, সদস্য বাবু হরিলাল পানতাতী ।চা শ্রমিক কল্যাণ পরিষদ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবু খোকন উরাং, বাবু শিকু উরাং,সমীর উরাং,কৃষ্ণ কুমার ত্রিপুরা প্রমূখ।
উপহার প্রদান কালে বক্তব্যে বলেন-এ সংগঠন চট্টগ্রাম তথা সারাদেশের চা শ্রমিকদের জন্য একটি মাইলফলক হবে বলে আশা করছি,দেশে বিভিন্ন সংগঠন রয়েছে,আছে কিন্তু চা শ্রমিকদের, সুখ, দূঃখে পাশে থাকার মতো সংগঠন খুবই কম রয়েছে,এরকম সংগঠন চা শ্রমিকদের পাশে
থাকলে চা শ্রমিকদের জীবন মান মঙ্গলময় হবে এরুপ আশা করছেন সংশ্লিষ্টরা।