এস এম জসিমঃ বিশেষ প্রতিনিধিঃ চট্রগ্রাম পাহাড়তলী পানিরকল তালতল মসজিদের পাশে সেলিম ম্যানসন ২য় তলায় পতিতালয় ঘর থেকে ০৪/০৩/২০২২ইং রোজ শনিবার আনুমানিক রাত ১০ঘটিকার সময় পাহাড়তলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে খদ্দের সহ পতিতাকে আটক করছে।
ঢাকার একাধিক মামলার আসামী তার পূবের নাম ছিল স্বাধীন।
বর্তমানে আপন নাম দিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
পাহাড়তলী থানা পুলিশ বিলাশ বহুল একটি বাড়ি থেকে এই দেহ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন।
রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সেলিম ম্যানসনের ২য় তলা থেকে খদ্দের সহ পতিতাকে অনৈতিক কাজে থাকায় অবসহায় হাতে নাতে আটক করেন।