মোঃ বাবুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ছয় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বুধবার (২০ মার্চ) বিকেলে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল দুই ব্যবসায়ী ছয় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। তবে এর আগেও ৩১ জন আমদানিকারককে ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। এখন পর্যন্ত ৪৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, গত দুদিনে কেজিতে ২৫-৩৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে। দুদিন আগেও ছিল ৮০-৯০ টাকা কেজি।