ষ্টাফ রিপোর্টারঃসোনারগাঁ উপজেলা পিরোজপুর ইউনিয়ন চেংগাকান্দি গ্রামের মাসুম কখনো বিএনপি কখনো আওয়ামীলীগ আবার কখনো বা হাতপাখা রাজনৈতিক নেতা এক এক সময় একেক রূপ ধারণ করে হঠাৎ নেতা বনে যাওয়া মাসুম,বিভিন্ন সময় দেখা যায় বিশাল শোডাউন নিয়ে তার নিজ ইউনিয়নে লোকজন নিয়ে মিটিং করে, অথচ কোন রাজনৈতিক উল্লেখযোগ্য অনুষ্টানে তাকে দেখা যায় না,এলাকার জনসাধারণের কাছে জানা যায় মাসুম খুব চালাক প্রকৃতির লোক বটে, নিজেকে অনেক বড় নেতা পরিচয় দেন তিনি রংধনুর মতো একেক সময় একেক রুপ ধারন করে,কখনো আওয়ামীগে নৌকার মাঝি হবার স্বপ্নে বিমোড় আবার কখনো বি এন পি তে সক্রিয় ভাবে মাঠে দেখা যায়
আবার কখনো হাতপাখার সমর্থনে এলাকায় দোয়া কামনায় ‘বৈচিত্র্য এক রুপরেখার নেতা মাসুম, তবে সাধারণ মানুষের প্রশ্ন দেশপ্রেম ও আসলে কোন দলকে মন থেকে ভালোবেসে রাজনীতি করতে চান? এই হরেকরকম রংএর এই নেতা বনে বসে আছেন পিরোজপুর ইউনিয়ন বাসির কাছে।