
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহজাহান শিবলী (এম.এ) মঙ্গলবার ব্যাপক গণসংযোগ করেছেন। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়, পথসভা ও দ্বার-দ্বার প্রচারণার মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়।
গণসংযোগকালে তিনি রিক্সা মার্কায় ভোট প্রত্যাশা করে বলেন, “ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় খেলাফত মজলিস অতীতের মতো আগামীতেও জনগণের পাশে থাকবে। উন্নয়ন, ন্যায়-নীতি ও আদর্শ রাষ্ট্র গঠনে আমরা বদ্ধপরিকর।”
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক রহমানী, বৈদ্যরবাজার ইউনিয়নের সভাপতি মাওলানা আসলাম বিন তাহের, সনমান্দী ইউনিয়নের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, সনমান্দী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ, মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা বলেন, রিক্সা মার্কা শান্তি, ন্যায় ও নিরাপত্তার প্রতীক। জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে সবাইকে ইসলামের ডাকে সাড়া দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
#ইসলামের_ডাকে_সাড়া_দিন
#রিক্সা_মার্কায়_ভোট_দিন
#বাংলাদেশ_খেলাফত_মজলিস
#জনতার_আস্থা_রিক্সা_মার্কা