ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার:সোনারগাঁয়ে জামিয়া জমিরিয়া মদিনাতুল উলূম মাদরাসা কর্তৃক এলাকার ৫ নং ও ৬ নং ওয়ার্ডের যুবকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জামিয়া জমিরিয়া মদিনাতুল উলূম মাদরাসার সার্বিক কার্যক্রম, অর্থায়ন ও উন্নয়নের নানা বিষয়ে আলোচনার জন্য এলাকার যুবকদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এলাকার যুবকরা জানায় সোনারগাঁয়ে কাওমি শিক্ষায় সর্বাধিক জনপ্রিয় একটি মাদরাসা হলো জামিয়া জমিরিয়া মদিনাতুল উলূম মাদরাসা।এখানে মেধাবী হাজার হাজার শিক্ষার্থীরা পড়াশুনা করে। এই মাদরাসা পরিচালনায় মাসে প্রচুর অর্থ ব্যয় হয়। তাই প্রতিষ্ঠানটি ভালোভাবে চলার জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।
মাদরাসাটির প্রিন্সিপাল শাহজাহান শিবলী জানান- এলাকার শতাধিক যুবকদের নিয়ে মাদরাসার সার্বিক কার্যক্রমের জন্য ইফতার মাহফিলের আয়োজন করি।তারা সবাই মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে পাশে থাকার কথা জানিয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার ডাক্তার শফিকুল ইসলাম,মোবারক মেম্বার, দেলোয়ার মেম্বার,জহির আহমেদ,নবীর হোসেন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, হুমায়ুন কবির,মোহাম্মদ আলী, আবু বকর শহিদ,মোহাম্মদউল্লাহ সহ প্রমুখ।