সৌদি আরবের আকাশে মঙ্গলবার (২১ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে আগামীকাল (২২ মার্চ) শাবান মাস শেষ হবে এবং বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে মাহে রমজান শুরু হবে। মঙ্গলবার (২১ মার্চ) সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখতে পায়নি। আর চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রোজা শুরুর ঘোষণা দিয়েছে চাঁদ দেখা কমিটি। সাধারণত ইসলামী মাসগুলো ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু ও শেষ চাঁদ দেখার উপর নির্ভর করে। এ কারণে রমজান মাস কবে শুরু হবে তা আগে থেকে বলা যায় না। চাঁদ দেখার উপর তা নির্ভর করে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রোজা শুরুর পরদিন সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন দেশে রোজা ও ঈদ পালিত হয়