ময়মনসিংহ মুক্তাগাছায় স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনকারী স্বামী মনিরুজ্জামান উরফে জামাই মনিরকে ঢাকার পূর্ব রাজাবাজার এলাকা থেকে
বুধবার রাতে মোবাইল নাম্বার ট্র্যাক এবং তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে পুলিশ ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকার পূর্ব রাজা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার তাকে মুক্তাগাছা থানায় আনা হয়। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, উপজেলার কুমারগাতা ইউনিয়নের খুকশিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মনিরুজ্জামান ওরফে জামাই মনির তার স্ত্রী মাহফুজা আক্তার তামান্নাকে যৌতুকের দাবীতে নানাভাবে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করে আসছে। স্ত্রীকে ঢাকায় নিয়ে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গত ২ সেপ্টেম্বর রাতে জামান তার পরিবারের লোকজন নিয়ে তামান্নাকে শিকল দিয়ে বেঁধে নির্মম নির্যাতন করে। এসময় তামান্নার শরীরের নিন্মাঙ্গে জ্বলন্ত সিগারেট দিয়ে অনবরত ছেঁকা দেয়। এ নিয়ে থানায় মামলা হলে মনিরুজ্জামান উরফে জামাই মনির পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনকারীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে হাজার হাজার এলাকাবাসী মিলে আন্দোলনে নামে। গত সোমবার স্থানীয় মনতলা বাজারে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ঘটনার পর থেকেই মনিরুজ্জামান পলাতক ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।