বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

স্বর্ণ প্রতারকচক্র গ্রেফতার নিয়ে রাণীশংকৈল ওসির প্রেস ব্রিফিং

মাসুদ রানা লেমন, স্টাফ রিপোর্টার ::
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১০৫ বার পঠিত

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম শনিবার (৮ এপ্রিল) দুপুরে থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এতে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিংয়ে ওসি তার লিখিত ও মৌখিক বক্তব্যে দেন। বক্তব্যে তিনি গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় সীমান্তবর্তী কোচল গ্রাম থেকে ৮ জন স্বর্ণ প্রতারককে গ্রেফতার বিষয়ে বিস্তারিত তথ্য দেন। ওসি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে এই প্রতারকদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ১. রুমা আক্তার (৩৫), স্বামী- মো: তসলিম, গ্রাম- শাহার, পীরগঞ্জ। ২. বর্ণা আক্তার (২৫)৷ স্বামী-মোস্তফা, গ্রাম- কোচল, রাণীশংকৈল। ৩. আমেনা বেওয়া (৭০) স্বামী- ফজর আলী, গ্রাম – কোচল,রাণীশংকৈল। ৪. রূপালি ( ২৭) স্বামী- রুবেল গ্রাম-কোচল, রাণীশংকৈল। ৫. পারুল আক্তার (১৯) পিতা- মো: বাবুল গ্রাম- কোচল,রাণীশংকৈল। ৬. মো: বিপ্লব (২২) পিতা- শহিদুল গ্রাম- কোচল, রাণীশংকৈল। ৭. সুমন (২৫) পিতা আব্দুস সালাম, গ্রাম- কোচল, রাণীশংকৈল ৮. মারুফা পিতা মৃত- আব্দল খালেক গ্রাম- কোচল।

এটি একটি সংঘবদ্ধ চক্র যাতে আরো সদস্য থাকতে পারে। এরা দীর্ঘদিন ধরে এলাকায় লোকজন ভুলিয়ে ভালিয়ে ভুয়া সোনার মূর্তি ও অন্য দ্রব্যাদি বিক্রি করে প্রতারণা করে আসছিল। ওসি (তদন্ত) মহসিন ও সঙ্গীয় ফোর্স তাদেরকে বাড়ি থেকে উল্লিখিত সময়ে গ্রেফতার করে। তাদের নামে থানায় ২টি পৃথক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ (৮ এপ্রিল) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991