তুহিন ইসলাম মেহেরপুরঃ
আজ শনিবার দুপরে গড়পাড়ার উন্মুক্ত পাঠ্য গৃহ, অফিসে। মহান স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে ৫১ টি বই উপহার দিলেন উন্মুক্ত পাঠ্য গৃহ,র আজীবন সদস্য নাসিরউদ্দিন বাবু। এসময় উন্মুক্ত পাঠ্য গৃহের পক্ষে ৫১ টি বই গ্রহণ করেন উন্মুক্ত পাঠ্য গৃহ,র সহ-সভাপতি রাজিউল হুদা সজল। বইগুলো গ্রহণ করার পর রাজিউল হুদা সজল বলেন, নাসির উদ্দিন বাবু ভাই আমাদের পাঠ্য গৃহ, একান্নটি বই উপহার দিলেন এই বই গুলো পাঠকদের অনেক ভালো লাগবে। এখানে নতুন নতুন অনেক বই আছে বই গুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক, গল্প উপন্যাস। আমরা উন্মুক্ত পাঠ্য গৃহ, পক্ষ থেকে বইগুলো নাসির উদ্দিন বাবু উপহার দেওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাচছি