ময়মনসিংহ জেলা পৌর প্রধানঃ
ভালুকার ভাওয়াল রাজা মেজর আফসার স্যার ছিলেন অতি সাধারন সহজ-সরল শান্তিপ্রিয় কর্মীবান্ধব উদার ও সাহসী দেশ প্রেমিক। যুদ্ধকালীন সময়ে সাব-সেক্টর কমান্ডার ছিলেন মেজর আফসার স্যার। প্রথমে একটি মাত্র রাইফেল নিয়ে আফসার বাহিনী গঠন করেন।ভালুকা ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা নিয়ে এই সংগঠন গড়ে তোলেন।
তার অধীনে সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে সম্মুখ যুদ্ধে পরাস্ত করে বিজয়ী হয়, যার সাক্ষী ইতিহাস। আজকে জীবিত অনেক মুক্তিযোদ্ধারা, সারা বাংলাদেশের মধ্যে উপজেলা ভিত্তিক সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধা ভালুকাতে এর প্রধান কারণ এই মেজর আফসার স্যার। তবে অতি দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে মেজর আফসার স্যারকে আমরা এখনো মরণোত্তর বীর বিক্রম পদক দিতে পারিনি। এটা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জা ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্যও লজ্জা।আওয়ামীলীগ পরিবার ও তার সন্তানদের জন্য লজ্জা ভালুকাবাসীর জন্য লজ্জা। ভালুকাবাসি বঙ্গবন্ধুর তনয়া মানবতার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রাণের দাবী আমরা মেজর আফসার স্যারকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত দেখতে চাই। আমার নেতা মাননীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন এমপি ভাইয়ের কাছে অনুরোধ করছি দ্রুত থেকে দ্রুত এই দাবির পক্ষে গণস্বাক্ষর চালু করা হোক।
দীপাবলির দীপাঃ- মহিলা শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখা ,ময়মনসিংহ।