সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন ও হয়রানি; মামলা করেও মেলেনি সুরাহা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার : স্বনামধন্য পরিবারের এক জন নিরিহ মেয়ে মুন্নী রাজধানীর রূপনগর এলাকার মো:মুজিবুর রহমান এর মেয়ে। ২৬ বছর পূর্বে একই এলাকার মৃত জয়নাল আবেদীন এর ছেলে জাকির হোসেন লিটন সরদার (সাবেক সেনা সদস্য ) এর সঙ্গে সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিবাহের পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যৌতুক লোভী স্বামীর অন্যায় অত্যাচার সহ্য করতে হয়। মুন্নি জাকির কে ব্যাপক নির্যাতন করতেছিল
প্রভাবশালী জাকির হোসেন লিটন সরদার।মুন্নির দুইটি সন্তান থাকায় স্বামীর এত অত্যাচার ও
নির্যাতনের পরেও সংসার টিকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু দিন যাবার সাথে সাথে আরো কঠোর হয়ে উঠেছে প্রভাবশালী জাকির হোসেন এবং যৌতুক লোভী পশুর মত আচরণ শুরু করেন। স্ত্রীকে নির্যাতনের পাশাপাশি জড়িয়ে পড়ে একাধিক পরকীয়া প্রেমে।

গত ১৮ সেপ্টেম্বর মুন্নি কে মেরে রক্ত জখম করে যৌতুক লোভী জাকির হোসেন। পরে গুরুতর অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা করলেও এখনো মিলেনি এর কোন সুরাহা ও সুবিচার।

মুন্নি সাংবাদিকদের অভিযোগ করে বলেন – জাকির হোসেন আমাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে। সম্প্রতি বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কের কথা আমি জানলে আমাকে প্রচুর মারধর করে রক্ত জখম করে। শুধু তাই নয় আমার চুক্তিভিত্তিক বাসার ভাড়াও সে নিয়ে যায়।

এ নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী-০৩ এর ধারা ১১(গ) এর অপরাধে আদালতে বিচার চান ভুক্তভোগী নারী।

জানা যায়,প্রভাবশালী জাকির হোসেন সাবেক সেনা সদস্য ও বিভিন্ন দলের রাজনৈতিক পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে এগুলো করছে।

শুধু তাই নয় বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া সরকারবিরোধী পোস্ট, কখনো বিএনপি কখনো আওয়ামী লীগে রাজনীতির সাথে আবার কখনো গণধিকার পরিষদেও তাকে দেখা যায়।

এ বিষয়ে জাকির হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোন সদুত্তর মিলেনি।

রূপনগর থানার এসআই আজিজ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান -মামলাটি বিজ্ঞ আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991