মাহমুদ হাসান মাসুদ খন্দকার,
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- গোপালগঞ্জে স্বামী খুনে জড়িত সন্দেহে দ্বিতীয় স্ত্রীর জামিন না- মঞ্জুর করেছে জেলা ও দায়রা জজ আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল জানান যে, বিল্লাল হোসেন বিশ্বাসকে খুন করে মুখ মন্ডলে কষটেপ পেচাইয়া, হাত পা,গলায় রশি দিয়া বস্তায় ছয়খানা ইট বাধিয়া লাশ গুম করার উদ্দেশ্যে উলপুর বসারত নদীতে ডুবাইয়া দেয়া হয়েছিল।
লাশটি ভেসে ওঠে ও পথচারীদের চোখে পরলে তারা থানা পুলিশকে অবগত করলে, পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। তদন্ত কর্মকর্তা আরও জানান, ফরেনসিক রিপোর্টেও তাকে হত্যা করা হয়েছে স্পষ্ট বলা হয়েছে । গত ১৯/০৭/২০২২ ইং তারিখ স্বামী হত্যায় জড়িত সন্দেহে দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয় এবং পুলিশ ০৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। সোনিয়া জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপুর্ন তথ্য প্রদান করে। মামলাটি পিবিআইয়ের হাতে হস্তান্তর প্রক্রিয়া চলমান।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট এম. জুলকদর রহমান জানান,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একাধিকবার জামিন আবেদন না-মঞ্জুর করায় জেলা ও দায়রা জজ আদালতে সোনিয়া জামিনের আবেদন করেন।
(১২ অক্টোবর) বুধবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সোনিয়া’র জামিন আবেদন না-মঞ্জুর করে।