১১ তারিখ ভোরে গাইবান্ধা শহরের সুখনগরের নিজ বাসায় ঘুমিয়ে ছিলো স্বামী মোঃ মোস্তাফিজুর রহমান রিপন।
ঠিক তখনেই স্ত্রী মোছাঃ সাবানা বেগম ফুটন্ত গরম পানি
রিপনের শরীরে দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়।
রিপনের মা ছেলের চিৎকার শুনে দরজা খুলে দেখেন
রিপনের শরীরে প্রায় অনেক অংশ পুরে যায়।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রিপন কে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তী করান।
মোঃ মোস্তাফিজুর রহমান রিপন পিতাঃ মৃত তোফাজ্জল হোসেন ভোলা ।
রিপন দীর্ঘদিন থেকে সোনার বাংলা কোর্স গাড়ীতে সুপার ভাইজার পদে চাকরি করতেন।