স্পেশাল করেসপন্ডেন্টঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় উচ্চস্বরে গান বাজিয়ে ঈদ আনন্দে মেতে ওঠা ৯ পিকআপ-ভ্যান ভর্তি প্রায় ১৩৮ তরুণকে আটক করা হয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর থেকে বিকেলে পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ পিকআপ চালককে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ উপলক্ষে পিকআপ-ভ্যানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে একদল তরুণ ঈদ আনন্দে মেতে ওঠে। এটি সড়ক পরিবহন আইনে দণ্ডনীয় অপরাধ। উপজেলার রামগতি-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পিকআপ-ভ্যান ও তরুণদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পিকআপ-ভ্যানগুলো উপজেলার মতিরহাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধের উদ্দেশে যাচ্ছিল।এদিকে মৌখিকভাবে সতর্ক করে পিকআপ-ভ্যানে থাকা ১৩৮ তরুণকে ছেড়ে দেওয়া হয়।