গাইবান্ধার জেলা ব্যুরো প্রধানঃ
সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গাইবান্ধায় এসকেএস স্কুল & কলেজের ছাত্র ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং মাদক, বাল্য বিবাহ, জঙ্গি, ইফটিজিং নির্মূলে জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ট্রাফিক এ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এসকেএস স্কুল & কলেজের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসকেএস স্কুল & কলেজের অধ্যক্ষ আব্দুর ছাত্তার স্যারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। টি আই এডমিন নুর আলম সিদ্দিক, এসকেএস ফাউন্ডেশনের পরিচালক খোকন কুন্ডু, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) এস এম জাহাঙ্গীর আলম, ট্রাফিক সার্জেন্ট তৌহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, দশম শ্রেণির ছাত্র নাইম হাসান, একাদশ শ্রেণির ছাত্রী ঋতু মনি প্রমুখ। পুলিশ সুপার বলেন- একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না,, তাই বেপরোয়া গাড়ী চালাবোনা জীবনের ঝুঁকি নিবনা। হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি। বিভিন্ন রাস্তায় ট্রাফিক সিগন্যাল মেনে চলার আহবান করেন তিনি। এছাড়াও মাদক মুক্ত জীবন যাপন ও রাস্তা-ঘাটে ইভটিজিং নাকরার জন্য ছাত্র ছাত্রী দের আহবান করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসকেএস স্কুল & কলেজের শিক্ষিকা লুৎফানাহার। আলোচনা শেষে রেইনবো পেইন্টের উদ্যোগে রাস্তায় অংকিত ট্রাফিক সিগন্যাল সম্পর্কে বাস্তব জ্ঞান ও আইন মেনে চলার জন্য ছাত্র ছাত্রীদের দিক নির্দেশনা দেওয়া হয়