মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনি: ধিসিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা এলাকায় ইকোনমিক জোনে সেতুর গাডার ধসে চাপা পড়ে ১ শ্রমিক নিহত হয়। আরও ৩ জন শ্রমিক আহত হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পঞ্চসোনায় ইকোনমিক জোনের ভিতর সেতুর গাডারের কাজ করছিলেন, জুবায়েল মন্ডল (২০)
এর পিতার নাম- মাহবুবুল মন্ডল, সাং- মিরপুর,
থানা ও জেলা – সিরাজগঞ্জ।
এসময়ে জুবায়ের মন্ডল (২০) শ্রমিকের এর উপর গাডার ধসে চাপা পড়লে নিহত হয়। আরও ৩ শ্রমিক আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পুলিশের একটি টিম এসে মরদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।