হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চুনারুঘাট ভ্রাম্যমাণ আদালতের অভিযানে করাতকলের ২ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়
চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজার ও শানখলা বাজারে নিকটস্থ লাইসেন্সবিহীন ২টি করাতকলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার ( ২৪ মে ) দপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন এই অভিযানটি পরিচালনা করার সময় (১) মোঃ তাহের মিয়া (৪০) পিতা মৃত আঃ বারিক, গ্রাম সাদেকপুর চুনারুঘাট হবিগঞ্জ (২) মো: মতিন মিয়া (৪৫) পিতা মৃত রইছ উল্লা গ্রাম নারিকেলতলা, বাহুবল হবিগঞ্জ প্রত্যেককে ২ মাসের কারাদন্ড এবং ২০০০/- টাকা অর্থদণ্ড দেওয়া হয় হয়।
ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা পরি করেন সহকারী কমিশনার (ভুমি) জনাব মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট কালেঙ্গা বিট অফিসার এবং চুনারুঘাট থানা পুলিশের একটি বিশেষ দল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ার করে বলেন আমাদের অভিযান চলমান আছে থাকবে