আর মাত্র তিনকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় জমে উঠেছে কোরবানির পশু হাট কেনাবেচা। স্থায়ী হাটগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে কেনাবেচা। কোনো কোনো হাটে আবার রাতেও চলছে বিক্রি।
বুধবার বিকেলে সরেজমিনে হবিগঞ্জ শহরের পশুর হাটে দেখা যায়, বিক্রেতারা দূরদূরান্ত থেকে পিকআপ ভ্যান ভর্তি করে গরু, ছাগল, মহিষ ও ভেড়া নিয়ে আসছেন। আবার শহরতলীর আশপাশের গ্রাম থেকে গরু বিক্রেতারা গরু-ছাগল নিয়ে আসছেন। পরে এগুলো সারিবদ্ধ করে রাখছেন বাজারে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে জন্য আবার অনেক গরু-ছাগলই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতাদের দৃষ্টি নজরে আসে।
প্রতি বছরের মতো এবারো হবিগঞ্জ শহর ছাড়াও জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসেছে। প্রতিদিনই কোনো কোনো বাজারে জমজমাট বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন দিন যত যাচ্ছে কেনাবেচাও বাড়ছে। তবে এরমধ্যে আবার অনেক ক্রেতাই গরুর দরদাম করছেন।শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ শহরের হাটে নিয়ে আসা হয়েছে ১৫ মণ ওজনের গরু ‘নাম তার রাজা বাবু’ এর মালিক সাহরাজ মিয়া জানান, ১৫ মণ ওজনের রাজা বাবুর দাম চাওয়া হয়েছে ৭ লাখ টাকা। সম্পূর্ণ দেশীয় খাবারের মাধ্যমে তিনি রাজাবাবুকে লালন-পালন করেছেন। বাজারের মধ্যে রাজাবাবু বড় হওয়া ক্রেতাদের দৃষ্টি কাড়ছে।
গরু পাইকার ছিদ্দিক মিয়া জানান তিনি ৭টি গরু হাটে তুলেছেন। এরই মধ্যে তিনি দুটি গরু বিক্রি করছেন। একটি ষাঁড় বিক্রি করছেন ৬৫ হাজার টাকায় এবং একটি গাভী বিক্রি করেছেন ৫৫ হাজার টাকায়।তিনি আরো জানান, দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্রেতা ও বিক্রেতাদের দরদামের মাধ্যমে বেচাকেনা জমে উঠেছে।
একজন ক্রেতা বলেন মাঝারি সাইজের গরু আমাদের বেশি পছন্দের। ৭০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় কিনেছি। গত বছরের চেয়ে দাম সামান্য কিছু বেশি।সুরুজ আলী নামে অপর এক ক্রেতা বলেন, বেশিরভাগ ক্রেতারাই ৬০ থেকে ১ লাখ টাকা মূল্যের গরু ক্রয় করতেচান যেকারণে মাঝরি সাইজের গরুর দাম বেশি। মালেক মিয়া একটি ষাঁড় কিনেছি ৬০ হাজার টাকায়।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, গরুর হাট কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজি, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টি ঠেকাতে র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও মাঠে কাজ করছেন। এছাড়া জেলার ৫৫টি স্থায়ী হাটে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।
হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. রঞ্জন বিশ্বাস জানান, এবারের কোরবানির ঈদে জেলায় প্রায় ৯০ হাজার গরু, ছাগল ও মহিষের চাহিদা রয়েছে। এরমধ্যে প্রায় ৮০ হাজার পশুর চাহিদা হবিগঞ্জ থেকেই পূরণ হবে। বাকি পশু অন্যান্য জেলা থেকে নিয়ে আসা হবে।