হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দ্রব্য মূল্যের ঊর্ধগতির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতাল কর্মসূচিতে হবিগঞ্জে পুলিশের বাঁধার মুখোমুখি হয়েছে বাম জোটের নেতারা।
আজ সোমবার (২৮ মার্চ) সকালে শহরের চৌধুরী বাজার পয়েন্টে পিকেটিংয়ের সময় পুলিশ বামজোট নেতৃবৃন্দদের বাঁধা প্রদান করে।
বাম জোট নেতৃবৃন্দরা আজকের প্রতিদিন কে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা হবিগঞ্জে হরতাল পালন করছি। পুলিশ আমাদের শান্তিপূর্ণ পিকেটিংয়ে বাঁধা দিয়েছে। এটি দুঃখজনক। আমরা আমাদের দলীয় কর্মসূচি পালন করতে পারছি না। একটি গণতান্ত্রিক দেশে এমন আচরণ কাম্য নয়।
এদিকে, সকাল থেকে হবিগঞ্জ জেলার সব উপজেলা ও জেলা শহরে স্বাভাবিক যান চলাচল লক্ষ্য করা গেছে। হরতালের উত্তাপ লক্ষ করা যায় নি।