আখেরী জিন্দেগী তক্ ওয়াফাদারী নেহি টুটা। পীর-এ বাঙ্গাল হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাঃজিঃআঃ)।
বিশেষ প্রতিনিধিঃ এস এম জসিম
আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মহসিন সাহেব বিদায় নিলেন হুজুর কেবলা মহোদয়গণে্র হাত থেকেই
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এর থেকে বড়
নিয়ামত আর কি হতে পারে?
মুর্শিদ কেবলা যখন ভিডিও কল দিয়ে দেখে।
সরাসরি কি নূরানী চেহেরা,মুর্শিদের উপস্থিতিতে শেষ বিদায় এমন ফানাফিশ শায়খ সত্যিই বিরল।
এমন মৃত্যু হাজারো শিক্ষা।
দরবারের প্রতি একনিষ্ঠতার জ্বলজ্যান্ত প্রমাণ। আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মহসিন সাহেব বিদায় নিলেন হুজুর কেবলা মহোদয়গণের হাত থেকেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পঁচিশে সেপ্টেম্বর রাত ৯ টায় জামেয়া সংলগ্ন জুলস ময়দানে আওলাদে রাসুল পীরে বাঙ্গাল সৈয়দ মুহাম্মদ সাবের শাহ হুজুর কেবলার ইমামতিতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
আহ !
মুর্শিদে কারীম কতটুকু কবুল করলে স্বশরীরে তাশরীফ এনে নিজ হাত মোবারকে কোদাল নিয়ে স্বীয় একনিষ্ঠ মুরিদের কবরের জায়গায় নিশানা দেন।
রাজকীয় বিদায়ের শেষ ঠিকানা খলিফায়ে আজম আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর আল কাদেরী (র.)’র পশ্চিম পাশেই নির্ধারণ করে দিলেন, স্বয়ং পীরে বাঙাল হুজুর কেবলা!
আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন বিহুরমাতি সায়্যিদিল মুরসালিন।
রব্বে কারীম উনার দ্বারাজাতকে বুলন্দ করুন।