শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
ঘোষনা
রাজশাহীতে হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা ধামরাইয়ে বিজ্ঞান মেলা ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ সীতাকুণ্ডে ডিসি পার্কে পার্কিং দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলাগুলির ঘটনা ঘটে কমলনগর ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে জনসাধারণের মানববন্ধন সিএমপি কমিশনার মহাদয়ের নেতৃত্বে ডিবি টিম কর্তৃক হোস্টেজ রেসকিউ অপারেশন পরিচালনা করে ১ জন ভিকটিম উদ্ধারসহ ২ জন ডাকাত সদস্য গ্রেফতার* নাটোরের নলডাঙ্গায় ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।  শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন  পাঁচবিবিতে সখের বশে কবুতর পালনে সাফল্য পেয়েছেন আব্দুস সামাদ টাঙ্গাইলে তিন ইটভাটা মালিককে সাড়ে ৪লাখ টাকা জরিমানা

হরিপুরের শীর্ষ চোরাকারবারী ও চোরাকারবারীদের গডফাদার কে এই আবুল 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান:- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের শীর্ষ চোরাকারবারি ও চোরাকারবারিদের গডফাদার আবুল হোসেন। আবুল হোসেন জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুল খালিকের পুত্র।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ও অনুসন্ধানে জানা যায় আবুল হোসেন হচ্ছেন সিলেটের জৈন্তাপুর ও হরিপুর এলাকার চোরাকারবারিদের গডফাদার। এলাকাবাসী অভিযোগ করে বলেন আজ থেকে দুই বছর পূর্বে যে আবুল জাফলং এর মামার দোকান এলাকায় খোলা পেট্রোল, ডিজেল, মবিল ও কেরোসিন বিক্রি করতো সে আবুল মাত্র দুই বছরের মাথায় চোরাচালানোর আলাদিনের চেরাগের কেরামতিতে এখন নিজেই একটি পেট্রোল পাম্পের মালিক। জৈন্তাপুর ও হরিপুরে রয়েছে তার প্রচুর ভূ-সম্পত্তি, আবুল কিভাবে এত অল্প সময়ে প্রায় শত কোটি টাকার মালিক হয়ে গেলেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জৈন্তাপুর ও হরিপুরের স্থানীয় বাসিন্দাদের মাথায়। এলাকাবাসীর সূত্রে জানা যায় আবুল হোসেনে চোরাচালান জগতে প্রবেশ করেন ভারত থেকে অবৈধভাবে চা পাতায় নে তা তিনি সিলেট শহরে বিক্রি করতেন এভাবেই প্রথমে চোরাচালান জগতে পা রাখেন আবুল হোসেন। পরবর্তীতে তিনি নিজেই গড়ে তুলেন চোরাচালান ও চোরাকারবারীদের এক বিশাল সিন্ডিকেট। এবং রাতারাতি ফিল্মের খলনায়কদের মত তিনি বনে যান চোরাকারবারীদের গড ফাদার।

আবুল হোসেনের বিপুল অর্থবিত্ত ও সম্পদের হিসাব দুদক যদি অনুসন্ধান করে তাহলে বেরিয়ে আসবে প্রকৃত থলের বিড়াল। এহেনো কোনো ভারতীয় অবৈধ পণ্য নেই যা আবুল ও তার সিন্ডিকেটের মাধ্যমে সিলেট শহরে প্রবেশ করছে না।

বর্তমানে আবুল হোসেনের চোরাচালানের প্রধান দ্রব্য হচ্ছে ভারতীয় চিনি সিলেটের তামাবিল সড়ক কোন পথে আবুল হোসেন ও তার সিন্ডিকেটের সদস্য দ্বারা প্রতিরাতেই প্রশাসনের নাকের ডগা দিয়ে সিলেট শহরে প্রবেশ করছে শত শত ডি আই পিকাপ ভর্তি ও নৌকা বুঝাই ভারতীয় চিনি।

সিলেটের জৈন্তাপুর মডেল থানা ও শাহপরান ( রঃ ) থানার কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে আবুল হোসেন প্রতিরাতেই সিলেট শহরের কালীঘাটে প্রবেশ করাচ্ছে শত শত ডি আই পিক আপ ভর্তি ও নৌকা বুঝাই শুল্ক ফাঁকি দেয়া অবৈধ ভারতীয় চিনি।

অনুসন্ধানে প্রতিবেদক নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে একাধিক চুরাকারবারিদের সাথে ফোন আলাপ করলে তারা নাম প্রকাশ না করার শর্ত এই প্রতিবেদককে জানান আমরা আবুলের মাধ্যমে সিলেট শহরে অবৈধ ভারতীয় চিনি এনে থাকি। প্রশাসন এই মালগুলো ধরে না কেন এ প্রশ্নের উত্তরে চোরাকারবারিরা বলেন ভাই প্রশাসন তো আবুল ভাই নিয়ন্ত্রণ করে। আর রাস্তার টহল পুলিশকে গাড়ি প্রতি আগে পাঁচশত টাকা করে আমরা দিতাম এখন তা সাতশত করে দিলেই হয়।আর কালীঘাট পর্যন্ত মাল পৌঁছানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগের গুটিকয়েক নেতাকে গাড়ি প্রতি তিনহাজার টাকা করে দিলে আমাদের আর কোন অসুবিধা হয় না।

ছাত্রলীগ যুবলীগ কাদের টাকা দিতে হয় এমন প্রশ্নের জবাবে চোরাকারবারি রা ছাত্রলীগের জেলা ও আনুগড় পর্যায়ের দায়িত্বশীল কয়েকজন নেতা তাদের ফাইলমানের নাম উল্লেখ করে বলেন আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আমরা আবুল ভাইকে বলে সবকিছু ঠিক করে দেব। আপনি চিন্তা করবেন না।এসব কথোপকথনের অডিও রেকর্ড প্রতিবেদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত আছে।

সিলেটে রাতের আঁধারে প্রবেশ করছে শত শত ডি আই পিকআপ ভর্তি ভারতীয় অবৈধ চিনি। এ নিয়ে একাধিক প্রতিবেদন স্থানীয় পত্র পত্রিকা ও স্যাটেলাইট চ্যানেল ৭১ টিভি প্রকাশ করলেও থেমে নেই চোরাকারবারিদের গডফাদার কুখ্যাত চোরাকারবারি আবুল হোসেনের চোরাচালান বাণিজ্য।

স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন শুধু চিনি নয় ভারতীয় চিনির বস্তার ভেতরে আবুল ইয়াবা, ফেনসিডিল ও মাদকের চালান বহন করে থাকে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে প্রবেশ করছে অবৈধ আগ্নেয়াস্ত্র শিরোনামে একাধিক দৈনিক পত্রিকায় কিছুদিন পূর্বে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এলাকাবাসীর ধারণা এসব ঘটনার সাথেও সম্পৃক্ত রয়েছে চোরাকারবারিদের গডফাদার আবুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991