মোঃ নুরুল আমিন
জেলা ব্যুরো মানিকগঞ্জ
হরিরামপুর উপজেলার বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৯জানুয়ারি ২০২৫ ইং বিদ্যালয় মাঠে দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে গান, নৃত্য পরিবেশন করা হয়।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ২০২৫ সকাল থেকে ৩৫টি ক্যাটাগরিতে মোট ১০৫ জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান ছাত্র-ছাত্রীদের মেধাবী করে গড়ে তুলতে শিক্ষক ও পিতামাতাদের গুরুত্ব অপরিহার্য। সেই সাথে খেলাধুলা ও বিনোদনেরও প্রয়োজন আছে।
হরিরামপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার আশরাফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হরিরামপুর থানা বিএনপির সভাপতি হান্নান মৃধা, বলড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম খান তারেক, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।