নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কাতুজ উদ্ধার করেন।
গোপন সংবাদ এর ভিত্তিতে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম এর নেতৃত্বে এস আই মাসুদ আলম পাটোয়ারী,এস আই আব্দুল আজিজ ও এস আই ইউনুস মিয়ার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
হাতিয়া থানাধীন জাহাজমারা সাকিনের জাহাজমারা বাজার টু কাটাখালি ঘাট গামী সড়কের উত্তরে মেঘনা নদী সংলগ্ন সরকারি ফরেস্ট বাগানের ভিতর অভিযান পরিচালনা করিয়া কালো কসটিপ দিয়ে পেঁচানো ট্রেজার যুক্ত একটি দেশীয় তৈরি এলজি যাহা কাটের বাটসহ লম্বা আনুমানিক১২ ইঞ্চি ও কমলা রংগের দুই রাউন্ড কাতুজ একটি পলিথিন ব্যাগের ভিতরে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।