মানুষ মানুষের জন্য হাদিয়া ফাউন্ডেশন সবার জন্য এ শ্লোগানকে ধারণ করে পবিত্র মাহে রমজানের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রুপসা দঃ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৮০ টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করে হাদিয়া ফাউন্ডেশনের এক ঝাঁক তরুণ সমাজকর্মী।বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, সয়াবিন তৈল, খেজুর, পেঁয়াজ, চাল,আলু,মসুর ডাল।
এ ইফতার কর্মসূচিতে যারা আর্থিক, মানসিক ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা সংগঠনের নেতৃবৃন্দ।
এ সংগঠনটি পহেলা রমজান থেকে সকল বয়সী মানুষের জন্য ফ্রি পবিত্র কোরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি শুরু করে।
এছাড়াও এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসায় বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচি চলমান।