মোঃ মুজিবুর রহমানঃ
ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে খুলনা নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
হামলায় ৯ জন পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে খুলনার খালিশপুর থানা পুলিশ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি পলাশকে ধরতে হালিমার বাড়িতে অভিযান চালান। পলাশকে গ্রেফতারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ৯ জন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় পলাশ পালিয়ে যায়। খবর পেয়ে আরও পুলিশ সদস্য দ্রুত সেখানে ছুটে যায়। রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ১৫ জনের মধ্যে ২ জন ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি রয়েছে। তারা হচ্ছে ইয়াছিন ও মিনার।
তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়েছে। আহত ৯ জন পুলিশ সদস্যের মধ্যে ৪ জন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।