আমি রেজিনুর রহমান (২১)।পিতাঃমোঃ আজমল হোসেন, মাতাঃমোছাঃরেজিয়া বেগম গ্রামঃউত্তর বড়ভিটা তেলীপাড়া,ডাকঘরঃবড়ভিটা,থানাঃ কিশোরগঞ্জ, জেলাঃনীলফামারী।গত ২৮ সেপ্টেম্বর২০২৩খ্রিঃ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় আমি আমার বাড়ি হইতে বড়ভিটা বাজারে যাওয়ার সময় আমার সাথে থাকা জলঢাকা বিজনেস ম্যানেজেন্ট ইন্সটিটিউট এর এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র(মার্কশীট) হারিয়ে যায়।যাহার রেজিষ্ট্রেশন নং-2400156425, শিক্ষাবর্ষঃ2018-19,শাখাঃব্যবসায় ব্যবস্থাপনা,ইস্যুকারী কর্তৃপক্ষঃবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা,নম্বরপত্রের ক্রমিক নং-8869866,কোড নং-14027 পাসের সনঃ2020।উক্ত হারানো সার্টিফিকেটটি খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া না গেলে গেল ০৫-১০-২০২৩ খ্রিঃ নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ থানায় একটি জিডি করি যাহার জিডি নম্বরঃ২৪৫ জিডি ট্র্যাকিং নং:I5AFWF উক্ত হারানো সার্টিফিকেটটি কেউ পেয়ে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো। মোবাইলঃ০১৭৬১-৬৫০৭৩২।