হারানো বিজ্ঞপ্তি
আমি মোছাঃ লিপা আক্তা(২০)।পিতাঃমোঃ আব্দুস ছামাদ, মাতাঃরঞ্জনা বেগম। সাং- দক্ষিন ভেরভেরী, থানাঃকিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী।গত ০৫-০৬-২০২৩খ্রিঃ অনুমানিক ১০:৩০ ঘটিকায় আমি আমার নিজ বাড়ি হইতে কিশোরগঞ্জ বাজার যাওয়ার পথিমধ্যে আমার সাথে থাকা রনচন্ডি স্কুল এন্ড লেজের এইচ এস সি পাশের মূল সার্টিফিকেটটি হারিয়ে ফেলি। আমার শিক্ষাবর্ষ ২০১৯-২০২০খ্রিঃ,হারানো সার্টিফিকেটের রোল নাম্বারঃ১৪২৪৫২, রেজিষ্ট্রেশন নাম্বারঃ১৫১৮৮৩২৩২৮, বোর্ডঃদিনাজপুর,বিভাগঃ বিজ্ঞান। উক্ত হারানো সার্টিফিকেটটি বিভিন্ন ভাবে খোঁজা খুঁজির পর পাওয়া না গেলে গত ০৭-০৭-২০২৩খ্রিঃ আমি কিশোরগঞ্জ থানায় একটি জিডি করি যাহার জিডি নাম্বারঃ৪১১,জিডি ট্র্যাকিং নাম্বারঃ77B7C4 উক্ত হারানো সার্টিফিকেটটি কেউ পেয়ে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো। মোবাইলঃ০১৭০৫-৭৮০৭৭২।