রাজশাহী মহানগরীর মতিহার থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলী তুহিন হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের নিকট ফেরত দিয়েছেন।
আনোয়ার আলী তুহিন একজন বিচক্ষণ ও চৌকস পুলিশ অফিসার। তিনি মাঝে মাঝেই তার থানাধীন এলাকায় জনগনের বিভিন্ন হারানো জিনিস পত্র ও চুরি হওয়া মালামাল বিচক্ষণ সাইবার টিমের মাধ্যমে উদ্ধার করে মালিকের নিকট ফেরত দিয়ে থাকেন।
তার ই ধারাবাহিকতায় খড়খড়ি বাইপাস বাজার হতে এক সব্জি ব্যবসায়ী ও একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের ছাত্র মোঃ কাওসার হোসাইনের মোবাইল ফোন মতিহার থানার এ এস আই জুয়েল রানার নেতৃত্বে সাইবার ক্রাইম টিম উভয়ের হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট বুঝিয়ে দেন মতিহার থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলী তুহিন।
হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিক গন অত্যান্ত খুশি হয়েছেন। উক্ত মোবাইল দুটির মধ্যে সব্জি ব্যবসায়ীর মোবাইলটি গত ২৭শে আগস্ট ২০২২ ইং তারিখ এবং কাওসার হোসাইনের মোবাইলটি গত ১৯শে এপ্রিল ২০২২ ইং তারিখে হারিয়ে গিয়েছিল যাহা উদ্ধার করে মালিকের নিকট ফেরত দিতে সক্ষম হয়েছেন ওসি মোঃ আনোয়ার আলী তুহিন।
আনোয়ার আলী তুহিন কোন এক সাক্ষাৎকার কালে জানান আমি যখন যে থানায় কর্মরত থেকেছি তখন সেখানে জনগণের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে গেছি পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজির মতো খারাপ কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করেছি এবং এই থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে একই ধারা অব্যাহত ও প্রক্রিয়াধীন রয়েছে ।
তিনি আর এম পির একজন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার লাভ করেছেন এবং জনগণ মোঃ আনোয়ার আলী তুহিন এর বিচক্ষণতার জন্য আস্থাশীল।