বিশেষ প্রতিনিধি এস এম জসিম: চট্টগ্রাম নগরীতে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ।
রবিবার (১২ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৫২ পিচ বিশিষ্ট ২ ভান্ডিল জুয়া খেলার তাস এবং নগদ ২ হাজার ১৩০ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ হোসেন মিয়া (৪৫), ইকবাল হোসেন জুয়েল (৩৫), মোহাম্মদ সিরাজ ভান্ডারী (৭৪), মোহাম্মদ নুরুল ইসলাম (৩৬), মোহাম্মদ জহির (৩৫), আবুল বশর (৪৭), মোহাম্মদ ইব্রাহিম (৫৫), মোহাম্মদ আবুল কালাম (৪২), মোহাম্মদ আজিজুল হক (৫০), মোঃ আবু হেনা (৫০), মোহাম্মদ হুমায়ুন (৩৫) ও মোঃ সহর উদ্দিন (৩৫)।
থানা সূত্রে আরো জানা যায়, হালিশহর থানাধীন সবুজবাগ আব্দুস সালামের কলোনীর ২য় গলির শেষের বাসার ভিতরে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
হালিশহর থানার ওসি মোঃ কায়সার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে হালিশহর থানার অধর্তব্য মামলা রুজু হয়েছে।