বৃহস্পতিবার ০৮.০৪.২০২১ খ্রিঃ হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রেসব্রিফিং করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম সংবাদ সম্মেলনে বলেন, হেফাজতে ইসলামের কর্মসূচি উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিরাজদিখান উপজেলায় ১৪৪ ধারা কার্যকর করতে সাদা পোষাকসহ পুলিশের প্রায় ৫শতাধিক সদস্য উপস্থিত থাকবে। তিনি আরো বলেন, জেলার কোথায়ও যেন বিশৃক্সখলা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাই সজাগ দৃষ্টি রাখবে।
সংবাদ সম্মেলনে জেলার ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply