মোঃ আশরাফুল ইসলাম রাজু জেলা ব্যুরো প্রধান নীলফামারীঃ
নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাসিন্দা গরিব ঘরের সন্তান আলিফ হোসেন।নিত্যদিন অন্যের মুখে অন্ন তুলে দেওয়ার মাঝেই যেন স্বস্তির নিঃশ্বাস মিলে এই মানুষটির মাঝে।দিন শেষে অর্জিত ইনকামের একটা অংশ তিনি রেখে দেন দুস্ত অসহায় মানুষদের জন্য।
কথা হলে এই আলিফ জানান,সমাজে অনেক উচ্চবিত্ত প্রভাবশালী ব্যক্তি রয়েছে যাদের বাড়িতে অনেক সময় বড় ধরনের বিভিন্ন ভোঁজের আয়োজন করা হয়ে থাকে কিন্তু সেই আয়োজনের টেবিল জুরে দেখা মিলে নামি-দামি আত্নীয় স্বজনদের। এদিকে সেই ভোজ বাড়ির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকে অনেক দুস্ত অসহায় মানুষ একমুঠো অন্নের লোভে দিনশেষে অনেক সময় ফিরেও যেতে হয় তাদের।
গরিব ঘরের সন্তান আলিফ আজ ঐ সকল দুস্ত অসহায় মানুষদের মুখে একমুঠো অন্ন তুলে দিতে প্রতি মাসের শেষ শুক্রবার সামিয়ানা টাঙ্গিয়ে অতিথি আসন সাঁজিয়ে বসে থাকেন আলিফ তাদের বরন করতে।দীর্ঘ একমাসের জমানো অর্থের দ্বারা একমুঠো অন্ন যখন ঐ সকল দুস্ত অসহায় মানুষদের মুখে তুলে দিতে পারেন আলিফ, তখনী তার পরানজুরে আত্মতৃপ্তি আসে বলেও জানান তিনি।
সমাজের এমন দুস্ত অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দেওয়াই নয় আলিফের প্রতিষ্ঠিত মিসকিন ফাউন্ডেশন জাতি, ধর্ম-বর্ন নীরবিশেষে যে কোন ধর্মীয় আয়োজনেও এমন সহায়তার কার্যক্রম প্রবাহমান রেখেছেন এই মিসকিন ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা আলিফ হোসেন।
এদিকে আলিফের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোঃ শিহাবুল ইসলাম।তিনি জানান,আমাদের বড়ভিটা ইউনিয়নের সন্তান আলিফ হোসেন সামান্য একজন হোটেল ব্যবসায়ী হয়ে প্রতিনিয়ত এমন গরীব অসহায় মানুষদের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা অব্যাহত রেখেই চলেছে, তার এমন উদ্যোগে প্রতিদিন না হোক মাসে একবেলা হলেও ভালো খাবারের সন্ধান মেলে এই অসহায় মানুষদের মুখে বলে জানান তিনি।
গরীব অসহায় এসকল মানুষদের মুখের হাসি প্রবাহমান রাখতে সমাজের সর্বস্তরের মানুষদের মিসকিন ফাউন্ডেশনের সাথে থেকে এমন কাজে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মিসকিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলিফ হোসেন।