সিরাজগঞ্জের রায়গঞ্জে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৫ মে ২০২৩ সোমবার দুপুর ১২ ঘটিকায় রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের হল রুমে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাজেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফেরদৌস আলম সরকার তালেব সভাপতি রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেল্লাল হোসেন সদস্য কলেজ পরিচালনা কমিটি, মোছাঃ হাফিজা খাতুন সহকারী অধ্যাপক রাষ্ট্র বিজ্ঞান বিভাগ তাপস কুমার পাল সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ সহ আরো অনেকে। এ সময় কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনাব আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক দর্শন বিভাগ। উল্লেখ্য যে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে মোট ১৬ জন ছাত্রী প্রতিযোগীতায় অংশগ্রহণ করে তাদের মধ্য হতে ১২ জন পুরস্কার অর্জন করেন।