ময়মনসিংহ শিল্প এলাকায় কারখানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভায় যোগদান করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার ।অদ্য ইং ২৬/০৭/২০২২খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় অত্র ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার, জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় শিল্পাঞ্চল এলাকার ত্রিশাল থানাধীন Genvio pharma limited কারখানাটি পরিদর্শন করেন। এসময় শিল্প কারখানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কারখানার মালিক পক্ষ ও কর্মরত সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় যোগদান করেন। সভায় তিনি সকল প্রকার সুবিধা-অসুবিধা সহ বকেয়া বেতন ভাতা সংক্রান্ত খোঁজখবর নেন। দেশের প্রবৃদ্ধি অর্জনে ও উন্নয়নের স্বার্থে মালিক ও কর্মরত সদস্যদেরকে একত্রে কাজ করার আহ্বান জানান। অহেতুক কোন প্রকার অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষতি সাধন হতে বিরত থাকতে অনুরোধ জানান। বেতন ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে মালিক পক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা করেন। শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সেবায় ও ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -০৫, ময়মনসিংহ সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে উক্ত শিল্পকারখানার মালিকপক্ষের প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ পরিদর্শক (নিঃ) বৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।