স্টাফ রিপোর্টারঃযুবদল নেতা সৈয়দ জহিরুল আলম সোহাগ ও জেলা ছাএদল নেতা মোঃ মাজহারুল ইসলাম তালুকদারের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কেন্দুয়া,মদন বাসস্ট্যান্ড থেকে শহরের বিভিন্ন জায়গা পদক্ষিণ করে কুরপাড়ে এসে শেষ হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক এস,এম মনিরুজ্জামান দুদু,যুবনেতা শফিক তালুকদার, জেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর,পৌর ছাএদলের যুগ্ম আহ্বায়ক রাকিব,সৈকত সেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান মোমেন,যুবনেতা রাব্বি,ছাএনেতা লিমন আনসারী,আশরাফুল, আবদুল্লাহসহ অনেকেই।
লুৎফুজ্জামান বাবর নেএকোণা ৪ ( মদন,মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসন থেকে বারবার নির্বাচিত এম,পি ও বি,এন,পি সরকারের আমলে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বায়িত্ব পালন করেন। বি,এন,পির এই হেভিওয়েট নেতা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সোচ্চার ছিলেন। বর্তমান বি,এন,পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অতন্ত আস্থাভাজন লোক ছিলেন।