রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
ঘোষনা
ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি – আমিনুল হক গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে ৫০ হাজারের বেশি নকল সিগারেট উদ্ধার শ্রীপুরে, ৪ দফায় পুলিশের গাড়িতে হামলা করে, শীর্ষ সন্ত্রাসী মোঃ সুমন মিয়া’কে ছিনিয়ে নিল তার সহযোগীরা দুর্বৃত্তরা। অপরাধীর অপরাধের সর্গরাজ্য ধ্বংস করার জন্য কলমই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। টাঙ্গাইলে প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি পরিচিতি ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত বেলকুচিতে ইসলাম ধর্ম অবমাননাকারী নাস্তিকদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত গলাচিপায় খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ ১জন গ্রেফতার হাজীগঞ্জে কাবার ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত আরও একজন নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় মশাল মিছিল স্বাধীনতার ৫০ বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি চর দশশিকা গ্রামে জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষে ভোরের কাগজের সাংবাদিক মারুফ আহত ব্রাহ্মণবাড়িয়া ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নবীনগরে নাটঘর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত । ঝিনাইদহের নবীন শিল্পী শামীমকে নতুন মোবাইল উপহার দিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমান। কোটালীপাড়া দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্ষোভ প্রকাশ। মহাদেবপুর সাংবাদিক সাজুর উপর ন্যাক্কারজনক হামলা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)– তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন; আশিকুল আলম লিটু

১১ দিনেও উদ্ধার হলো না ” রিয়াদুল মামুন সোহাগ ” নামের ফেইসবুক পেইজটি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২১৫ বার পঠিত

হ্যাক হওয়ার ১১দিনেও উদ্ধার হলো না ” রিয়াদুল মামুন সোহাগ ” নামের ফেইসবুক পেইজটি।হ্যাকারের দাবি করা পেমেন্ট করেও মিললো না জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ এর ফেইসবুক পেইজটি।ফেইসবুক পেইজ লিংক- http://www.facebook.com/shohagh.sandwipi

উল্লেখ্য যে,গত ৮ই নবেম্বর রাত আটটায় রিয়াদুল মামুন সোহাগ তার ব্যবহৃত ফেইসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে দেখেন তার পেইজের এডমিন তিনি নিজেই নেই।সাথে সাথে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলামকে জানায়।এরপর রাত ১১টায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ডায়েরি নং-২৯০/২২।

ফেইসবুক পেইজটি হ্যাক হওয়ার তিন দিন পর হ্যাকার নিজেই ফেইসবুক মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলেন ফেইসবুক পেইজটি আমি হ্যাক করেছি,বিশ হাজার টাকা দিলে তুর আইডি ফেরত দেওয়া হবে।শুরু হয় দর কষাকষি।এক পর্যায়ে হ্যাকার পাঁচ হাজার টাকায় আইডি ফেরত দিতে রাজি হয়।শর্ত ছিলো তিন হাজার টাকা দিলে ফেইসবুক পেইজটি ফেরত দিবে।

হ্যাকারের দাবিকৃত তিন হাজার টাকা দিলেও হ্যাকার রাকিবুল হাসান ফেইসবুক পেইজটি ফেরত না দিয়ে তার ব্যবহৃত তিনটি ফেইসবুক থেকে ব্লক করে দেয় রিয়াদুল মামুন সোহাগকে।

এই বিষয়ে রিয়াদুল মামুন সোহাগ এর সাথে কথা বললে তিনি বলেন,আমি চেয়েছিলাম হ্যাকাদের সাথে ঝামেলায় না গিয়ে তিন হাজার টাকা দিয়ে পেইজটি ফেরত নিবো।এছাড়া হ্যাকার আমার নামে বিভিন্ন আইডি থেকে আমার নামে নোংরা পোস্ট দেওয়া,নোংরা ভিডিও ছাড়া শুরু করেছে।তাই আমি চেয়েছিলাম টাকা দিয়ে পেইজের এডমিন বুঝে নিতে।

তিনি আরো বলেন,হ্যাকার একটা গ্রুপ,যেই গ্রুপের সদস্য সংখ্যা ২০/২৫ জন হতে পারে তাই ঝামেলায় না গিয়ে টাকা দিয়ে পেইজটি নিতে রাজি হয়ে টাকা পর্যন্ত পাঠালাম।কিন্তু হ্যাকার আমার পেইজ ফেরত না দিয়ে হ্যাককৃত পেইজের স্টোরীতে নোংরা ভিডিও করতেছে।উল্টো আমাকে ধমক দিচ্ছে যদি আইনিভাবে কোন ধরনের মামলা করি তাহলে আমার পেইজ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে নোংরা পোস্ট দিবে,নোংরা ভিডিও ছাড়বে,এমনকি আমার কোন ফেইসবুক ব্যবহার করতে দিবে না।

আইনিভাবে পদক্ষেপের বিষয়ে রিয়াদুল মামুন সোহাগ বলেন,আমি অতিষ্ঠ হয়ে সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরির পর আজ ১৯ই নবেম্বর র‍্যাব-৭,চট্টগ্রাম বরাবর আরেকটি অভিযোগ করি।অভিযোগ রিসিভ নং-RP-৭৪৬।র‍্যাব-৭ বরাবর অভিযোগ হয় ফেইসবুকের নাম রাকিবুল হাসানের নামে।হ্যাকার তার নাম বলেছে রাকিবুল হাসান।এবং বিকাশ নাম্বার সহ আরো দুটি আইডি থেকে হ্যাকের কথা স্বীকার করা আইডির লিংক দেওয়া হয়।৩টি আইডিই হ্যাকারের উল্লেখ করে রিয়াদুল মামুন সোহাগ বলেন,আমি আমার ফেইসবুক পেইজটি উদ্ধারের জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে র‍্যাব-৭ এর স্বরানাপন্ন হয়েছি।বাকীটা আইন বুঝবে কিন্তু আমার কাছে হ্যাকারের নাম্বার,ভয়েজ রেকডিং,মেসেজ আছে।

এই বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম বলেন,”রিয়াদুল মামুন সোহাগ ” এই ফেইসবুক পেইজটি গত ৮ই নবেম্বর হ্যাক হয়েছে।আমরা থানায় সাধারণ ডায়েরি নিয়েছি।৮ই নবেম্বরের পর থেকে এই ফেইসবুক পেইজের বিষয়ে কোন ধরনের কমপ্লিন আসলে গ্রহণযোগ্য হবে না।

হ্যাকারের অত্যাচারে অতিষ্ঠ এমন হাজারো ফেইসবুক ব্যবহারকারী জিম্মি হয়ে যাচ্ছে তাদের কাছে।চাঁদা দাবি সহ নানা ধরনের সামাজিক ভাবে হেও করতে তাদের এতটুকু বুক কাফে না।উল্টো পাল্টা পোস্ট দিয়ে সম্মান হানির চেষ্টা করে।এইসব হ্যাকাদের শাস্তির দাবী করেন ভুক্তভোগী রিয়াদুল মামুন সোহাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991