শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
রোজা-ঈদের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহীর পবা উপজেলায় ট্রাকচাপায় নিহত ৩, আহত ২ ফরিদপুরের সদর চর গজারিয়া এলাকায় অটোভ্যান ছিনিয়ে নিয়ে চালককে হত্যা: গ্রেফতার ৩ রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে মোঃ লিটন হোসেন খান শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই সাংবাদিক আহত রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নড়াইলের লাহুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ২ মুজিবনগর দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলা ও নগর আ. লীগের উদ্যোগে বিশাল জনসভা শাহজাদপুরে কিশোরের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার শাহজাদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন

১১ দিনেও উদ্ধার হলো না ” রিয়াদুল মামুন সোহাগ ” নামের ফেইসবুক পেইজটি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১২০ বার পঠিত

হ্যাক হওয়ার ১১দিনেও উদ্ধার হলো না ” রিয়াদুল মামুন সোহাগ ” নামের ফেইসবুক পেইজটি।হ্যাকারের দাবি করা পেমেন্ট করেও মিললো না জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ এর ফেইসবুক পেইজটি।ফেইসবুক পেইজ লিংক- http://www.facebook.com/shohagh.sandwipi

উল্লেখ্য যে,গত ৮ই নবেম্বর রাত আটটায় রিয়াদুল মামুন সোহাগ তার ব্যবহৃত ফেইসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে দেখেন তার পেইজের এডমিন তিনি নিজেই নেই।সাথে সাথে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলামকে জানায়।এরপর রাত ১১টায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ডায়েরি নং-২৯০/২২।

ফেইসবুক পেইজটি হ্যাক হওয়ার তিন দিন পর হ্যাকার নিজেই ফেইসবুক মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলেন ফেইসবুক পেইজটি আমি হ্যাক করেছি,বিশ হাজার টাকা দিলে তুর আইডি ফেরত দেওয়া হবে।শুরু হয় দর কষাকষি।এক পর্যায়ে হ্যাকার পাঁচ হাজার টাকায় আইডি ফেরত দিতে রাজি হয়।শর্ত ছিলো তিন হাজার টাকা দিলে ফেইসবুক পেইজটি ফেরত দিবে।

হ্যাকারের দাবিকৃত তিন হাজার টাকা দিলেও হ্যাকার রাকিবুল হাসান ফেইসবুক পেইজটি ফেরত না দিয়ে তার ব্যবহৃত তিনটি ফেইসবুক থেকে ব্লক করে দেয় রিয়াদুল মামুন সোহাগকে।

এই বিষয়ে রিয়াদুল মামুন সোহাগ এর সাথে কথা বললে তিনি বলেন,আমি চেয়েছিলাম হ্যাকাদের সাথে ঝামেলায় না গিয়ে তিন হাজার টাকা দিয়ে পেইজটি ফেরত নিবো।এছাড়া হ্যাকার আমার নামে বিভিন্ন আইডি থেকে আমার নামে নোংরা পোস্ট দেওয়া,নোংরা ভিডিও ছাড়া শুরু করেছে।তাই আমি চেয়েছিলাম টাকা দিয়ে পেইজের এডমিন বুঝে নিতে।

তিনি আরো বলেন,হ্যাকার একটা গ্রুপ,যেই গ্রুপের সদস্য সংখ্যা ২০/২৫ জন হতে পারে তাই ঝামেলায় না গিয়ে টাকা দিয়ে পেইজটি নিতে রাজি হয়ে টাকা পর্যন্ত পাঠালাম।কিন্তু হ্যাকার আমার পেইজ ফেরত না দিয়ে হ্যাককৃত পেইজের স্টোরীতে নোংরা ভিডিও করতেছে।উল্টো আমাকে ধমক দিচ্ছে যদি আইনিভাবে কোন ধরনের মামলা করি তাহলে আমার পেইজ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে নোংরা পোস্ট দিবে,নোংরা ভিডিও ছাড়বে,এমনকি আমার কোন ফেইসবুক ব্যবহার করতে দিবে না।

আইনিভাবে পদক্ষেপের বিষয়ে রিয়াদুল মামুন সোহাগ বলেন,আমি অতিষ্ঠ হয়ে সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরির পর আজ ১৯ই নবেম্বর র‍্যাব-৭,চট্টগ্রাম বরাবর আরেকটি অভিযোগ করি।অভিযোগ রিসিভ নং-RP-৭৪৬।র‍্যাব-৭ বরাবর অভিযোগ হয় ফেইসবুকের নাম রাকিবুল হাসানের নামে।হ্যাকার তার নাম বলেছে রাকিবুল হাসান।এবং বিকাশ নাম্বার সহ আরো দুটি আইডি থেকে হ্যাকের কথা স্বীকার করা আইডির লিংক দেওয়া হয়।৩টি আইডিই হ্যাকারের উল্লেখ করে রিয়াদুল মামুন সোহাগ বলেন,আমি আমার ফেইসবুক পেইজটি উদ্ধারের জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে র‍্যাব-৭ এর স্বরানাপন্ন হয়েছি।বাকীটা আইন বুঝবে কিন্তু আমার কাছে হ্যাকারের নাম্বার,ভয়েজ রেকডিং,মেসেজ আছে।

এই বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম বলেন,”রিয়াদুল মামুন সোহাগ ” এই ফেইসবুক পেইজটি গত ৮ই নবেম্বর হ্যাক হয়েছে।আমরা থানায় সাধারণ ডায়েরি নিয়েছি।৮ই নবেম্বরের পর থেকে এই ফেইসবুক পেইজের বিষয়ে কোন ধরনের কমপ্লিন আসলে গ্রহণযোগ্য হবে না।

হ্যাকারের অত্যাচারে অতিষ্ঠ এমন হাজারো ফেইসবুক ব্যবহারকারী জিম্মি হয়ে যাচ্ছে তাদের কাছে।চাঁদা দাবি সহ নানা ধরনের সামাজিক ভাবে হেও করতে তাদের এতটুকু বুক কাফে না।উল্টো পাল্টা পোস্ট দিয়ে সম্মান হানির চেষ্টা করে।এইসব হ্যাকাদের শাস্তির দাবী করেন ভুক্তভোগী রিয়াদুল মামুন সোহাগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991