চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার আমতলী থানা পুলিশ ১২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারী মোঃ শিবলী মৃধাকে (৪০) গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মরহুম জহিরুল ইসলাম টেলিশন তালুকদার এর বাড়ির সামনের ব্রীজের উপর মাদক বেচা- কেনার সংবাদ পেয়ে আমতলী থানার এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একই এলাকার নুরু মৃধার পুত্র চিহ্নিত মাদক কারবারী শিবলী মৃধাকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে ১২৫ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে আমতলী থানা নিয়ে আসা হয়।
আটক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পরে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক কারবারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, আটক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।