এম আর সাইফুল সিনিয়র রিপোর্টার জামালপুর:-পবিত্র ঈদুল ফিতর-২০২৩ উপলক্ষে মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদারের পক্ষ থেকে ১৫০০ অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেছে তার সুযোগ্য পুত্র তানভীর আলম সরদার।
গত ১৯ ও ২০ এপ্রিল) ১নং চরপাকেরদহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদদের চেয়ারম্যান বদরুল আলম সরদার। পরে তার সুযোগ্য পুত্র তানভীর আলম সরদার ইউনিয়ন পরিষদের সদস্যগণদের সাথে নিয়ে বিতরণী কাজ সম্পন্ন করেন।