নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ ও বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরণে দোয়া করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর উপশহরস্থ ১৪নং ওয়ার্ড পূর্ব যুবলীগের কার্যালয়ে সামনে ১৪ নং ওয়ার্ড পূর্ব যুবলীগের পক্ষ থেকে খাবার বিতরণ ও দোয়া করা হয়।
১৪ নং ওয়ার্ড পূর্ব যুবলীগের সভাপতি মনিরুজ্জামান সৈকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন অর্ণা জামান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মাদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, মানিক হোসেন দীপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
আরও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড পূর্ব যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃমিম কবির সহ অত্র ওয়ার্ডে আওয়ামী লীগ, ছাত্র লীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ।