প্রতিবেদকঃ শাকিল খান: ১৬ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে ‘দ্য স্কুল অব রক- ভলিউম ২’। দ্য স্কুল অব রক- ভলিউম ২ এর প্রধান আকর্ষণ ‘নগরবাউল’ মাহফুজ আনাম জেমস,
খবরটি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির (ইটিসি ইভেন্টস) সিওও সাজিদ আলী। তিনি বলেন, ‘এবারের কনসার্টটিতে নানা চমক থাকবে। জেমস ছাড়াও গান করবে আর্টসেল , আর্ক, ভাইকিংস , সোনার বাংলা সার্কাস, ব্লু জিন্স,, প্লাজমিক নক ও অ্যাশেজ ব্যান্ড।
আশা করছি, সংগীতপ্রেমীদের দারুণ একটি কনসার্ট উপহার দিতে পারব।’
জানা গেছে, এবারের কনসার্টের পরিকল্পনায় রয়েছে ১০ হাজার দর্শক। আগত শ্রোতারা অনলাইনের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।
গতবার ‘দ্য স্কুল অব রক ভলিউম-১’ কনসার্টে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্যও রাখা হয় ব্যবস্থা। তাদের জন্য ৬০০ টাকা মূল্যের স্টুডেন্ট টিকিট সংগ্রহের সুযোগ দেওয়া হয়। এছাড়া কনসার্টটি উপভোগের জন্য চার ধরনের টিকিট রাখা হয়। আর্লি বার্ডস, রকার্স, হেডব্যাংগার্স ও আফিকোনাডো জোন।
গতবার জেমস ছাড়াও কনসার্টে অংশ নেয় ব্যান্ড ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, আফটারম্যাথ, প্লাসমিক নক, সংগীতায়োজক একে রাহুল।